ঈশ্বরের এতিম সৃষ্টি।

কাঁটাতারের তৃসীমানায় বন্ধী
স্রষ্টার বিতারিত স্বত্ত্বার দাশ
ঘৃণিত অস্তিত্বে পুরস্কৃত আমি
অভিশপ্ত জীবন অনাকাঙ্খিত বিলাশ

স্বাধীনতার শাদে ক্ষুধার্ত
রক্তে জর্জরিত হয়েও নির্ভয়
শ্মশানের চিতায় পুড়ছে আমার ধর্ম
হে প্রভু তুমি কোথায় ?

আর্তনাদের গুঞ্জনে আজ পৃথিবী জীর্ণ
মাংশের হৃদপিন্দে নেই আত্মা
তোমার ছায়ার নিছে আশ্রয় চেয়েও
আজ আমি এতিম, আজ আমি একা….

হয়তো কোনদিন পাবোনা মুক্তি
মুক্ত আকাশের আলো দেবে হাতছানি
আজীবন বন্ধী আঁধারের ছায়ার
শান্তির উৎস জন্মায় তোমার ঘৃণায়

কালো মেঘে আচ্ছন্ন লাল আকাশ
মেঘের গর্জনে দূষিত রক্তস্নান
সত্যের ছায়ায় আস্তৃত এক পাপী
মুক্তির অপেক্ষায় তোমারই এতিম সৃষ্টি।

Leave a comment